ঢাকা শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
মুক্ত মনমুক্ত চিন্তামুক্তি গাথা

১৩ জুলাই ১৯৭১: মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অধ্যায়

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১০:১৯ এএম
১৩ জুলাই ১৯৭১: মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অধ্যায়

আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সংকট ও চাপ

১৯৭১ সালের ১৩ জুলাই বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র আলোচনা ও চাপ তৈরি হয়। বিশ্বব্যাংকের একটি গোপন প্রতিবেদনে পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতার চিত্র উঠে আসে। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি জানায়, বিশ্বব্যাংকের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) ও ভারত সফর শেষে তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, "পাকিস্তানি সামরিক বাহিনী এখানে ত্রাসের রাজ্য সৃষ্টি করেছে। মানুষ আতঙ্কে জীবনযাপন করছে। ভারতে শরণার্থীদের অবস্থাও ভয়াবহ।" প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে পাকিস্তানি সেনা প্রত্যাহার ও বেসামরিক শাসন প্রতিষ্ঠা জরুরি।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এদিন শরণার্থী সাহায্যের জন্য অতিরিক্ত ১৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। ৪১ জন সিনেটর যুক্ত বিবৃতিতে পাকিস্তানকে সামরিক সহায়তা বন্ধের দাবি জানান। প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বলেন, "পাকিস্তানকে নতুন করে কোনো অস্ত্র লাইসেন্স দেওয়া হবে না।" মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র চার্লস ব্রে ওয়াশিংটনে বলেন, "পূর্ব পাকিস্তানে সেনা সংখ্যা কমানো এবং রাজনৈতিক সমাধান ছাড়া শান্তি সম্ভব নয়।" সিনেটর এডওয়ার্ড কেনেডি সতর্ক করেন, "অবিলম্বে খাদ্য সহায়তা না পাঠালে বাংলাদেশে লাখো মানুষ অনাহারে মারা যাবে।"

আয়ারল্যান্ডের সংসদ সদস্য স্যার অ্যান্থনি চেলস এসমন্ড ও ড. উইলিয়াম লাউনাগে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠক করে বাংলাদেশ সংকটে মধ্যস্থতার প্রস্তাব দেন। এদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ সহায়ক সমিতি পাকিস্তানি বাহিনীর নৃশংসতা নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে, যা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচার পায়।

পাকিস্তানের অভ্যন্তরীণ অবস্থা ও ভুট্টোর বক্তব্য

করাচিতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা জুলফিকার আলী ভুট্টো আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, "আওয়ামী লীগ বিচ্ছিন্নতাবাদী, তাদের সঙ্গে কোনো আলোচনা হবে না। শেখ মুজিবুর রহমানের প্রস্তাবই প্রমাণ করে তারা পাকিস্তান ভাঙতে চেয়েছিল।" তিনি সরকারকেও আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

এদিন পাকিস্তান টাইমস পত্রিকার সম্পাদক জেড এ সুলেরি জানান, ইয়াহিয়া খানের বিশেষজ্ঞ কমিটি সংবিধান প্রস্তুতের শেষ পর্যায়ে আছে। নতুন সংবিধানে পৃথক নির্বাচন ব্যবস্থা ও প্রাদেশিক স্বায়ত্তশাসন সীমিত রাখার পরিকল্পনা রয়েছে। অর্থনৈতিক মন্দার কারণে পাকিস্তানের শিল্পপতিরা ব্যাপক ছাঁটাই শুরু করেছেন বলে পিপিআই জানায়।

মুক্তিবাহিনীর গেরিলা আক্রমণ ও প্রতিরোধ যুদ্ধ

১৩ জুলাই মুক্তিবাহিনী সারা দেশে একাধিক সফল গেরিলা আক্রমণ চালায়:

  • কুমিল্লা: মন্দভাগ বাজার ও নাক্তেরবাজারে ক্যাপ্টেন গাফফারের নেতৃত্বে মুক্তিবাহিনী মর্টার হামলা চালিয়ে ১২ জন পাকিস্তানি সেনা নিহত ও কয়েকটি বাঙ্কার ধ্বংস করে। পাল্টা আক্রমণে ৪ মুক্তিযোদ্ধা আহত হন।

  • দাউদকান্দি: গোমতী নদীতে মুক্তিবাহিনীর অ্যামবুশে পাকিস্তানির একটি স্পিডবোট ধ্বংস হয়, ২১ সেনা নিহত হয়।

  • কুষ্টিয়া: দর্শনা ক্যাম্পে হামলায় ১৪ পাকিস্তানি সেনা নিহত।

  • ফেনী: শর্শদি রেল সেতু বিস্ফোরণে উড়িয়ে দিয়ে ঢাকা-ফেনী রেল যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়।

  • ফুলবাড়িয়া: মুক্তিযোদ্ধাদের অ্যামবুশে পাকিস্তানিদের কাছ থেকে ৪৩টি রাইফেল ও ৩টি এলএমজি উদ্ধার করা হয়।

শরণার্থী সংকট ও মানবিক বিপর্যয়

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য অনুযায়ী, শুধু মালন শিবিরেই ৩৩,১৫২ শরণার্থী কলেরা ও ডায়রিয়ায় আক্রান্ত, যার মধ্যে ৪,৫০৫ জনের মৃত্যু হয়। ভারতে মোট শরণার্থীর সংখ্যা ৫২ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে।

সূত্র:

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র (সপ্তম, নবম, দ্বাদশ ও ত্রয়োদশ খণ্ড)

দৈনিক পাকিস্তান, ১৪ জুলাই ১৯৭১

দৈনিক অমৃতবাজার পত্রিকা, ১৪ জুলাই ১৯৭১

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: সেক্টরভিত্তিক ইতিহাস (সেক্টর ২ ও ৮)

ইত্তেফাক ও আনন্দবাজার পত্রিকা, ১৪-১৫ জুলাই ১৯৭১

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩১ জুলাই ১৯৭১: কামালপুর সীমান্ত ঘাঁটিতে তীব্র যুদ্ধ

পাথরাইল-নলশোদা গণহত্যা (দেলদুয়ার, টাঙ্গাইল)

৩০ জুলাই ১৯৭১: মুক্তিবাহিনীর সফল গেরিলা অভিযান

গঙ্গাচড়ার সহিংসতা / রাষ্ট্রের নৈতিক দায়িত্ব ও সমাজের নীরবতা

২৯ জুলাই ১৯৭১: মুক্তিবাহিনীর প্রতিরোধ কার্যক্রম তীব্রতর

সংবিধানের সঙ

২৭ জুলাই ১৯৭১: বিভিন্ন অঞ্চলে মুক্তিবাহিনীর সাহসী আক্রমণ

২৬ জুলাই ১৯৭১: বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ দিন

রাধুটিলা গণহত্যা (বিয়ানীবাজার, সিলেট)

২৪ জুলাই ১৯৭১: ভেনিজুয়েলা ও সিঙ্গাপুরে বাংলাদেশের গণহত্যার প্রতিবাদ

১০

পাতারচর গণহত্যা (মুলাদী, বরিশাল)

১১

মানুষই মানুষের অন্তিম আশ্রয়

১২

২৩ জুলাই ১৯৭১: বিশ্ব শক্তি বাংলাদেশ সংকট নিয়ে সক্রিয়ভাবে জড়িত

১৩

২২ জুলাই ১৯৭১: টাঙ্গাইলে পাকিস্তানি সেনাবাহিনীর উপর আক্রমণ

১৪

ভাড়ায় চাপাতি ও মোটরসাইকেল: রাজধানীর অপরাধ জগতের ভয়াবহ নতুন রূপ

১৫

রাজনীতির উনমানুষরাই প্রলাপ ডাকে বেশি

১৬

২১ জুলাই ১৯৭১: ঠাকুরগাঁওয়ে গেরিলা অভিযান মুক্তিযোদ্ধাদের

১৭

মবতন্ত্রের জয়

১৮

ডিজিটাল দাসত্ব: মনোযোগ অর্থনীতি ও জ্ঞান পুঁজিবাদে তরুণ প্রজন্মের মননশীলতার অবক্ষয়

১৯

২০ জুলাই, ১৯৭১: বাংলাদেশে কুচক্রী আগ্রাসন

২০