ঢাকা রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
মুক্ত মনমুক্ত চিন্তামুক্তি গাথা

কেজাইকান্দা গণহত্যা | মুক্তাগাছা, ময়মনসিংহ

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৬:০৯ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী পোস্টার যা ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে সংঘটিত নৃশংসতাকে চিত্রিত করে
বাংলাদেশ জাতীয়তাবাদী পোস্টার যা ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে সংঘটিত নৃশংসতাকে চিত্রিত করে

১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের স্থানীয় সহযোগী রাজাকারদের দ্বারা সংঘটিত গণহত্যা ও নির্যাতন বাঙালি জাতির ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায়। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার কেজাইকান্দা এবং পার্শ্ববর্তী জামালপুর সদর উপজেলার সুবর্ণখিলা গ্রামে ২রা আগস্ট ১৯৭১ সালে সংঘটিত গণহত্যা এমনই একটি নৃশংস ঘটনা। এই গণহত্যায় পাকিস্তানি সেনাবাহিনীর হাতে ৯ জন নিরীহ গ্রামবাসী প্রাণ হারান। এই প্রতিবেদনে কেজাইকান্দা গণহত্যার ঐতিহাসিক পটভূমি, ঘটনার বিবরণ, স্থানীয় সহযোগীদের ভূমিকা, এবং এর প্রভাব বিস্তারিতভাবে আলোচনা করা হবে।

ঐতিহাসিক পটভূমি

কেজাইকান্দা গ্রাম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রাম, যা উপজেলা সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। এর পাশেই জামালপুর সদর উপজেলার সুবর্ণখিলা গ্রাম। এই দুটি গ্রাম ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের স্থানীয় সহযোগী রাজাকারদের নৃশংসতার শিকার হয়। মুক্তাগাছা উপজেলা মুক্তিযুদ্ধের সময় একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, যেখানে মুক্তিবাহিনী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল। এই প্রতিরোধের প্রতিশোধ হিসেবে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের সহযোগীরা গ্রামগুলোতে নির্বিচারে হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো অপরাধ সংঘটিত করে।

২রা আগস্ট ১৯৭১ সালে কেজাইকান্দা ও সুবর্ণখিলা গ্রামে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা ছিল সুপরিকল্পিত। এই গণহত্যায় স্থানীয় রাজাকাররা পাকিস্তানি সেনাবাহিনীকে সরাসরি সহায়তা করে, যার ফলে নিরীহ গ্রামবাসীদের উপর অমানবিক অত্যাচার চালানো হয়।

গণহত্যার বিবরণ

২রা আগস্ট ১৯৭১ সালে সকাল ১১টার দিকে পাকিস্তানি সেনাবাহিনীর ২০-৩০ জনের একটি দল কেজাইকান্দা ও সুবর্ণখিলা গ্রামে প্রবেশ করে। তারা গ্রামে প্রবেশের পর নির্বিচারে গুলি চালানো, ঘরবাড়িতে অগ্নিসংযোগ এবং মানুষদের ধরে নির্যাতন শুরু করে। এই গণহত্যায় পাকিস্তানি সেনাবাহিনীকে সরাসরি সহায়তা করে স্থানীয় রাজাকাররা। এই রাজাকারদের মধ্যে ছিলেন:

  • হাফেজ আবুল হোসেন (শকুনখিলা)
  • আক্কাস মৌলবি ওরফে রেজাউল করিম (চেচুয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন সুপার, কেশবপুর)
  • মওলানা ইন্নস আলী (সুবর্ণখিলা দাখিল মাদ্রাসার সুপার, চানপুর, জামালপুর)
  • নাসির উদ্দিন কালু (সুবর্ণখিলা দাখিল মাদ্রাসার দপ্তরি, চানপুর, জামালপুর)

এই রাজাকাররা পাকিস্তানি সেনাবাহিনীকে গ্রামের নিরীহ মানুষদের চিহ্নিত করতে সহায়তা করে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ধরে। ফলে পাকিস্তানি সেনাবাহিনী গ্রামবাসীদের উপর নির্মম হত্যাকাণ্ড চালায়।

শহীদদের তালিকা

গণহত্যায় শহীদ হওয়া ৯ জন ব্যক্তি হলেন-

আয়েজ উদ্দিন মুনসি (পিতা: মঈন উদ্দিন, কেজাইকান্দা, মুক্তাগাছা)

আবু হানিফ (পিতা: মান্দি, কেজাইকান্দা, মুক্তাগাছা)

জহুর আলী (পিতা: আইনউদ্দিন, কেজাইকান্দা, মুক্তাগাছা)

আবুদস সালাম (পিতা: মনতাজ আলী, কেজাইকান্দা, মুক্তাগাছা)

সোমেদ আলী (পিতা: মনতাজ আলী, কেজাইকান্দা, মুক্তাগাছা)

আহাম্মদ আলী (নকলা হাইস্কুলের ছাত্র, পিতা: আকবর আলী, সুবর্ণখিলা, জামালপুর)

আবদুল জলিল (পিতা: সুরতুল্লাহ, সুবর্ণখিলা, জামালপুর)

বেগম (পিতা: ময়েজ উদ্দিন মুন্সি, সুবর্ণখিলা, জামালপুর)

বেল্লাল উদ্দিন (পিতা: জইমুদ্দিন, সুবর্ণখিলা, জামালপুর)

এই ব্যক্তিরা সাধারণ গ্রামবাসী ছিলেন, যাদের অধিকাংশই কৃষক এবং ছাত্র। তাদের মধ্যে কোনো সরাসরি মুক্তিযোদ্ধা ছিলেন না, তবে পাকিস্তানি সেনাবাহিনী এবং রাজাকাররা তাদের মুক্তিযুদ্ধের সমর্থক হিসেবে চিহ্নিত করে হত্যা করে।

অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ

গণহত্যার সময় পাকিস্তানি সেনাবাহিনী কেজাইকান্দা ও সুবর্ণখিলা গ্রামে ব্যাপক অগ্নিসংযোগ করে। গ্রামের ঘরবাড়ি, দোকানপাট এবং অন্যান্য সম্পত্তি ধ্বংস করা হয়। এই অগ্নিসংযোগের ফলে গ্রামবাসীদের জীবন-জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেকে তাদের সমস্ত সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন।

ঘটনার পরবর্তী সময়

গণহত্যার পর বিকেলে পাকিস্তানি সেনাবাহিনী তাদের মুক্তাগাছা ক্যাম্পে ফিরে যায়। এরপর গ্রামবাসীরা শহীদদের মৃতদেহ সংগ্রহ করে কেজাইকান্দা কবরস্থানে সমাহিত করে। এই ঘটনা গ্রামবাসীদের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করে। তবে এই নৃশংসতা তাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের উৎসাহকে আরও বাড়িয়ে দেয়।

রাজাকারদের ভূমিকা

কেজাইকান্দা গণহত্যায় রাজাকারদের ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাকিস্তানি সেনাবাহিনী গ্রামের ভৌগোলিক অবস্থান এবং স্থানীয় মানুষদের সম্পর্কে তথ্যের জন্য স্থানীয় রাজাকারদের উপর নির্ভর করত। হাফেজ আবুল হোসেন, আক্কাস মৌলবি, মওলানা ইন্নস আলী এবং নাসির উদ্দিন কালু স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তি ছিলেন, যারা পাকিস্তানি সেনাবাহিনীকে গ্রামের নিরীহ মানুষদের চিহ্নিত করতে সহায়তা করে। তাদের এই বিশ্বাসঘাতকতা গ্রামবাসীদের মধ্যে দীর্ঘস্থায়ী ক্ষোভ ও বিদ্বেষের জন্ম দেয়।

রাজাকাররা শুধু তথ্য সরবরাহই করেনি, বরং অনেক ক্ষেত্রে নির্যাতন ও হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিল। তাদের মধ্যে কেউ কেউ স্থানীয় মাদ্রাসার শিক্ষক বা কর্মচারী ছিলেন, যা তাদের কর্মকাণ্ডকে আরও নিন্দনীয় করে তোলে।

গণহত্যার প্রভাব

কেজাইকান্দা গণহত্যার ফলে গ্রামবাসীদের মধ্যে গভীর শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহীদদের পরিবারগুলো তাদের প্রিয়জনদের হারিয়ে অর্থনৈতিক ও মানসিক সংকটে পড়ে। অগ্নিসংযোগের ফলে গ্রামের অর্থনৈতিক কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেকে তাদের বাড়িঘর ও সম্পত্তি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন।

তবে এই গণহত্যা গ্রামবাসীদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেরণাকে আরও তীব্র করে। পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের সহযোগীদের নৃশংসতার বিরুদ্ধে স্থানীয় যুবকরা মুক্তিবাহিনীতে যোগ দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে শুরু করে। এই ঘটনা মুক্তাগাছা এবং জামালপুর অঞ্চলের মুক্তিযুদ্ধের সংগ্রামকে আরও জোরালো করে।

বর্তমান অবস্থা

কেজাইকান্দা গণহত্যার স্মৃতি এখনও স্থানীয়দের মধ্যে জীবন্ত। কেজাইকান্দা কবরস্থানে শহীদদের কবর এই নৃশংস ঘটনার নীরব সাক্ষী হিসেবে টিকে আছে। তবে এই গণহত্যার স্মৃতি রক্ষার জন্য কোনো স্থায়ী স্মৃতিসৌধ বা স্মারক নির্মিত হয়নি। স্থানীয়ভাবে এই ঘটনার স্মরণে কিছু উদ্যোগ নেওয়া হলেও, জাতীয় পর্যায়ে এটি তেমনভাবে আলোচিত হয়নি।

কেজাইকান্দা গণহত্যা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের স্থানীয় সহযোগীদের নৃশংসতার একটি জ্বলন্ত উদাহরণ। এই গণহত্যায় ৯ জন নিরীহ গ্রামবাসীর প্রাণহানি এবং গ্রামের ধ্বংসযজ্ঞ স্থানীয় সম্প্রদায়ের উপর গভীর প্রভাব ফেলে। তবে এই নৃশংসতা বাঙালির স্বাধীনতার সংগ্রামকে দমিয়ে রাখতে পারেনি। বরং এটি মুক্তিযুদ্ধের প্রতিরোধকে আরও শক্তিশালী করেছে। এই ঘটনার স্মৃতি সংরক্ষণ এবং শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য একটি স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ এবং জাতীয় পর্যায়ে এই ঘটনার গুরুত্ব তুলে ধরা আমাদের দায়িত্ব।

তথ্যসূত্র

বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ (২য় খণ্ড), শফিউদ্দিন তালুকদার

মুক্তাগাছা উপজেলার ইতিহাস, স্থানীয় সূত্র

মুক্তিযুদ্ধের গণহত্যা ও বধ্যভূমি সংক্রান্ত প্রতিবেদন, বিভিন্ন সংবাদপত্র ও গবেষণা

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেমানকোন গণহত্যা | মুক্তাগাছা, ময়মনসিংহ

দড়িকৃষ্ণপুর গণহত্যা | মুক্তাগাছা, ময়মনসিংহ

কেজাইকান্দা গণহত্যা | মুক্তাগাছা, ময়মনসিংহ

কাথুলি-ভাটপাড়া কুঠি নির্যাতন কেন্দ্র | মেহেরপুর

বাংলাদেশের সামরিক নির্ভরতা ও নন-ডিসক্লোজার চুক্তির সংকট

২ আগস্ট ১৯৭১: দেশজুড়ে মুক্তিবাহিনীর সশস্ত্র প্রতিরোধ

৩১ জুলাই ১৯৭১: কামালপুর সীমান্ত ঘাঁটিতে তীব্র যুদ্ধ

পাথরাইল-নলশোদা গণহত্যা (দেলদুয়ার, টাঙ্গাইল)

৩০ জুলাই ১৯৭১: মুক্তিবাহিনীর সফল গেরিলা অভিযান

গঙ্গাচড়ার সহিংসতা / রাষ্ট্রের নৈতিক দায়িত্ব ও সমাজের নীরবতা

১০

২৯ জুলাই ১৯৭১: মুক্তিবাহিনীর প্রতিরোধ কার্যক্রম তীব্রতর

১১

সংবিধানের সঙ

১২

২৭ জুলাই ১৯৭১: বিভিন্ন অঞ্চলে মুক্তিবাহিনীর সাহসী আক্রমণ

১৩

২৬ জুলাই ১৯৭১: বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ দিন

১৪

রাধুটিলা গণহত্যা (বিয়ানীবাজার, সিলেট)

১৫

২৪ জুলাই ১৯৭১: ভেনিজুয়েলা ও সিঙ্গাপুরে বাংলাদেশের গণহত্যার প্রতিবাদ

১৬

পাতারচর গণহত্যা (মুলাদী, বরিশাল)

১৭

মানুষই মানুষের অন্তিম আশ্রয়

১৮

২৩ জুলাই ১৯৭১: বিশ্ব শক্তি বাংলাদেশ সংকট নিয়ে সক্রিয়ভাবে জড়িত

১৯

২২ জুলাই ১৯৭১: টাঙ্গাইলে পাকিস্তানি সেনাবাহিনীর উপর আক্রমণ

২০