ঢাকা বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২
মুক্ত মনমুক্ত চিন্তামুক্তি গাথা

২৫ আগস্ট ১৯৭১: কানলা গণহত্যা (ইটনা, কিশোরগঞ্জ)

প্রিয়ভূমি প্রতিবেদক
২৭ আগস্ট ২০২৫, ০৩:২৫ পিএম
২৭ আগস্ট ২০২৫, ০৩:২৮ পিএম
২৫ আগস্ট ১৯৭১: কানলা গণহত্যা (ইটনা, কিশোরগঞ্জ)

২৫ আগস্ট ১৯৭১ সকালে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম কানলায় একটি মর্মান্তিক গণহত্যা সংঘটিত হয়। এই হত্যাকাণ্ডে অসংখ্য মানুষ শহীদ হন, যাদের অধিকাংশই ছিলেন নারী।

ঘটনার বিবরণ

কানলা গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হলেও এর মূল পরিকল্পনাকারী ছিল কুখ্যাত রাজাকার মানিক মিল্কী, যিনি রায়টুটী গ্রামের বাসিন্দা ছিলেন। কিশোরগঞ্জে পাকিস্তানি সৈন্যদের স্বাগত জানিয়েছিলেন জামিয়া ইমদাদিয়ার প্রতিষ্ঠাতা ও নেজামে ইসলামী-র নেতা মাওলানা আতাহার আলী। পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির নেতা মাওলানা মুসলেহ উদ্দিন, মুসলিম লীগ নেতা আ. আওয়াল খান, মতি কন্ট্রাক্টর প্রমুখের ছত্রছায়ায় এই এলাকায় শান্তি কমিটি, আলবদর ও রাজাকার বাহিনী গঠিত হয়েছিল।

কিশোরগঞ্জের ভাটি অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে শুকনো মৌসুমে হানাদার বাহিনী অনেক এলাকায় অভিযান চালাতে পারেনি। বর্ষা মৌসুমে হাওর এলাকায় অভিযানের প্রস্তুতি নিয়ে তারা কানলা গ্রামে হামলা চালায়। মানিক মিল্কী ইটনা থানায় পাকিস্তানি সেনাদলের পথপ্রদর্শকের দায়িত্ব পালন করেন। তিনি কিশোরগঞ্জ থেকে ইটনার সহজ পথ পরিত্যাগ করে উদ্দেশ্যমূলকভাবে তাড়াইলের পথে সেনাবাহিনীকে নিয়ে নিজের ইউনিয়নে প্রবেশ করেন এবং পূর্বপরিকল্পনা অনুযায়ী কানলা গ্রামে আক্রমণ করেন। তার লক্ষ্য ছিল হিন্দু পরিবারগুলোকে ধ্বংস করে তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হাতিয়ে নেওয়া। তিনি পাকিস্তানি সৈন্যদের বোঝান যে, এই গ্রামের বাসিন্দারা ভারতের এজেন্ট এবং মুক্তিযোদ্ধাদের গোপনে আশ্রয় দেয়।

পাকিস্তানি সৈন্যরা প্রথমে বিশিষ্ট ব্যক্তি সুনীল ডাক্তারের বাড়িতে হানা দেয়। সুনীল ডাক্তার পালিয়ে প্রাণে বেঁচে গেলেও হানাদাররা তার পাঁচ বছরের শিশু পুত্র তপনকে হত্যা করে। তারা গ্রামবাসী মিরাশ আলীকে সুনীল ডাক্তারের বাড়িতে নির্মমভাবে হত্যা করে। এরপর তারা কানলা গ্রামের হিন্দু বাসিন্দাদের ধরপাকড় শুরু করে। বেশ কয়েকজন নারী-পুরুষকে বন্দি করে পুরুষদের সেখানেই গুলি করে হত্যা করা হয়। মানিক মিল্কী তার অনুগামীদের দিয়ে গ্রামে লুটপাট ও অগ্নিসংযোগ করে। পরে মহিলাদের হাত বেঁধে নৌকায় তোলা হয়। পাকিস্তানি সৈন্যরা রায়টুটী প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নৌকাটি নদীতে ডুবিয়ে দেয়, ফলে হাতবাঁধা অবস্থায় মহিলাদের সলিল সমাধি ঘটে।

শহীদদের পরিচয়

এই হত্যাকাণ্ডে নিহত ব্যক্তিরা হলেন:

  • কমলা রানী বর্মণ (স্বামী: দীনেশ চন্দ্র বর্মণ)

  • অমর্ত্য বালা বর্মণ (স্বামী: হাজারী বর্মণ)

  • হৃদয় পাল

  • দীনেশ পাল (পিতা: বাশীরাম পাল)

  • মিরাশ আলী (পিতা: গোমেজ আলী)

  • সুরবালা বর্মণ (স্বামী: বজ্রবাসী বর্মণ)

  • সুভদ্রা বর্মণ (স্বামী: মহাদেব বর্মণ)

  • সুশীল বর্মণ (পিতা: যোগেশ বর্মণ)

  • সুরেন্দ্র চন্দ্র পাল (পিতা: গিরীশ চন্দ্র পাল)

  • ফুলদা রানী পাল (স্বামী: ধীরেন্দ্র চন্দ্র পাল)

  • তপন চন্দ্র পাল (পিতা: সুনীল চন্দ্র পাল)

  • যোগেন্দ্র চন্দ্র পাল (পিতা: গগন চন্দ্র পাল)

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ, ২য় খণ্ড লেখক: মো. রওশন আলী রুশো

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭ আগস্ট ১৯৭১: লন্ডনে প্রবাসী সরকারের কূটনীতিক মিশন উদ্বোধন

২৫ আগস্ট ১৯৭১: কানলা গণহত্যা (ইটনা, কিশোরগঞ্জ)

২৬ আগস্ট ১৯৭১: পূর্বপাড়া ওয়ারলেস কেন্দ্র গণহত্যা (ইটনা, কিশোরগঞ্জ)

২৬ আগস্ট ১৯৭১: পশ্চিমগ্রাম গণহত্যা (ইটনা, কিশোরগঞ্জ)

২৬ আগস্ট ১৯৭১: দাসপাড়া গণহত্যা (ইটনা, কিশোরগঞ্জ)

২৬ আগস্ট ১৯৭১: কুণ্ডুবাড়ি হত্যাকাণ্ড

২৬ আগস্ট ১৯৭১: তীব্র আক্রমণের মুখে হানাদার বাহিনী কানসাট ছেড়ে পালায়

২৫ আগস্ট ১৯৭১: বাংলাদেশের মুক্তিযুদ্ধে এক ঘটনাবহুল দিন

২৪ আগস্ট ১৯৭১: দেশজুড়ে পাকিস্তানি সেনা ও রাজাকারদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ যুদ্ধ

২৩ আগস্ট ১৯৭১: পাকিস্তানি বাহিনীর জগন্নাথদিঘি ঘাঁটিতে আক্রমণ মুক্তিবাহিনীর

১০

২১ আগস্ট ১৯৭১: পাকিস্তানের পক্ষ ত্যাগ ইরাকে নিযুক্ত বাঙালি রাষ্ট্রদূতের

১১

ইউনুসের বাধায় নতুন রূপে ফিরলেন বঙ্গবন্ধু

১২

একজন অমর মুক্তিযোদ্ধার জীবনী / বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান

১৩

২০ আগস্ট ১৯৭১: মুক্তিযোদ্ধারা কুড়িগ্রামের চিলমারী এলাকা হানাদারমুক্ত করেন

১৪

১৯ আগস্ট ১৯৭১: দেশজুড়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সাহসী অপারেশন মুক্তিবাহিনীর

১৫

১৮ আগস্ট ১৯৭১: কুমিল্লায় পাকিস্তানি হানাদার বাহিনীর তিনটি নৌকায় অ্যামবুশ

১৬

১৭ আগস্ট ১৯৭১: মাকালকান্দি গ্রামে পাকিস্তানি সেনাদের হত্যাযজ্ঞ

১৭

একজন স্কুলছাত্রের গ্রেপ্তার: শিশু অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন

১৮

১৪ আগস্ট ১৯৭১: বাংলাদেশের মুক্তিযুদ্ধে এক ঘটনাবহুল দিন

১৯

১৩ আগস্ট ১৯৭১: বঙ্গবন্ধুর বিচার নিয়ে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া ও বাংলাদেশে প্রতিরোধের তীব্রতা

২০